সহসাই বিদ্যুতের সমস্যা সমাধান হবে না

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

সহসাই বিদ্যুতের সমস্যা সমাধান হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার এ সমস্যা সমাধানের চেষ্টা করছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পারচেজ মিটিং শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় নিবে।

সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে।
এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরনে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।

তিনি বলেন, এই অনুষ্ঠানে খরচ হবে ৫ কোটি টাকা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে অনুষ্ঠান। আসবেন বিদেশি অতিথিরাও। কারা অতিথি হবেন, তা ঠিক করবে নাহিদ-আসিফরা।