দেশ ছাড়ার সময় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গীদের অধিকাংশই তাড়াহুড়োর কারণে প্রয়োজনীয় কাপড়চোপড়ও নিয়ে যেতে পারেননি। তাদেরকে প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য জিনিসপত্র কিনে দিয়েছেন ভারতের প্রটোকল কর্মকর্তারা।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন। শেখ হাসিনা ও রেহানার সঙ্গে যারা ছিলেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি এএনএই।
সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে আসা যেসব ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সংখ্যা দুই অংকের ঘরে। এতোটা দ্রুত সময়ের মধ্যে তারা দেশত্যাগ করেছেন যে, কাপড় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি। কারণ, দেশত্যাগের আগে তারা যে পরিস্থিতি দেখেছেন তাতে তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন।
ভারতে পৌঁছানোর পরে শেখ হাসিনার প্রটোকলে থাকা কর্মকর্তারা বিষয়টি জানতে পারে। তারাই শেখ হাসিনার সঙ্গীদের কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন।