দেশে চলমান কারফিউ আগামী শুক্রবার (২৬ জুলাই) ও শনিবার (২৭ জুলাই) শিথিল থাকবে। এই দুই দিন সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় দেশের গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও একই সময় কারফিউ শিথিলের সিদ্ধান্ত জানানো হয়।
কারফিউ শিথিলের মধ্যেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজট।
রাজধানীতে বিকেল ৪টার দিকে শান্তিনগর, কাকরাইল, রমনা, পরীবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার এলাকায়ও তীব্র যানজট দেখা গেছে।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, দুষ্কৃতিকারীরা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে তারা আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।