সিলেট ব্যুরো:
নাশকতার মামলায় সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম কারাগারে গেছেন। রোববার (২৭ নভেম্বর) দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি নাশকতা মামলার আসামি বদরুজ্জামান সেলিম। এর আগে ২০১৫ সালের জানুয়ারি ও গ্রেপ্তার করা হয়েছিল সেলিমকে। প্রায় ৪ মাস কারাবাসের পর ওই বছরের মে মাসে কারামুক্ত হন তিনি। গত সিটি নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হলেও পরে দলের হাইকমান্ডের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।
সিলেট/অমিতা/২৭ নভেম্বর ২০২২