আষাঢ় মাইস্যা বিষ্টি | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

আষাঢ় মাইস্যা বিষ্টি
মোহাম্মদ আব্দুল আজিজ

আষাঢ় মাইস্যা বিষ্টিরে
গাঙ্গে নয়া পানি,
অথৈ জলে পাল তুলেছে বেড়ালের নানি।।

সঙ্গে আছে নাতি তার
গোড়ায় বসে বায় দাঁড় (।।)
রঙিলা নায়ের মাঝি খেলায় নাও দৌড়ানি। ঐ

নানি বসে রান খায়
মিউ মিউ গান গায় (।।)
তার নাকি নাতিন জামাই বড্ড গুণীমানী। ঐ

নানি গেল ঐ পার
নাতিন দেখে খুলে দ্বার (।।)
নাতিন জামাই হাটে গেল হইল জানাজানি। ঐ

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]