নামল দেয়া ফুটল কেয়া ছুটল অলি বনে, লুটল মধু দেখল যদু আষাঢ় নবঘনে। ঝিলের জলে বিলের তলে মাছের মেলা বসে, কদম ফুলে পাখনা খুলে সিক্ত মধুর রসে। সাগরজলে আকাশ গলে কেমন নিল ঠাঁই, পাবদা-পুঁটি মিলছে জুটি খুশির সীমা নাই। ময়না, টিয়া, পিউ-পাপিয়া সবাই ভিজে চুপ, হাঁসের ছানা ঝাপটে ডানা মারবে বুঝি ডুব। আমন ধানে, সবুজ পানে প্রাণের দোলা জাগে, মেঘের ভেলা করছে খেলা রাগ ও অনুরাগে। ডাকছে দূরে করুণ সুরে খেয়ার মাঝি ঘাটে, বকের সারি ফিরছে বাড়ি আঁধার নামে পাটে॥
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]