আমার আমিতে আমি | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

আমার আমিতে আমি
ওয়াহিদ জামান

এটাই তো চাই আমার আমি হতে 
সারাদিন ঘুরবো ফিরবো কৈফিয়ত চাইবে না কেউ 
রাত জেগে বই পড়ব, সিগারেট ফুঁকবো , ফেসবুক চালাবো 
কেউ জিজ্ঞেস করবে না, বলবে না রাত জাগছো কেন

এটাই তো চাই আমার আমি হতে 
শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পদতলে পিষ্ট হবে 
ঘন্টার পর ঘন্টা ছুটবো সময়ের ধাবিত বেগে 
কিন্তু ক্লান্ত হব না

এটাই তো চাই আমার আমি হতে 
সুন্দরী রমনীর সাথে চুটিয়ে প্রেম করবো 
হল্লা করে ঘুরে বেড়াব তেপান্তরের মাঠে 
চৈত্রের তাপদাহ রোদ উপেক্ষা করে পৃথিবীর সমস্ত মেঠো পথ দাপিয়ে বেড়াব
কিন্তু কেউ বারণ করবে না

এটাই তো চাই আমার আমি হতে 
ঈশ্বরের অনুশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে যাব দিগবিদিক 
বলব তুমি মিথ্যাবাদী
বয়ান যা দিয়েছো তোমার গ্রন্থে তার সাথে আমাদের এতো অমিল কেন 
অথবা তুমি কোথায় থাক 
অপ্রতিদ্বন্দী তুমি কি এতো খেলা দেখাতে চাও

এটাই তো চাই আমার আমি হতে 
সমস্ত অনিয় ভেঙে বেরিয়ে যাব যেখানে কোন নিয়ম নেই 
প্রশ্ন নেই, প্রার্থনা নেই, ভয় নেই, শৃঙ্খলা নেই, শোষণ নেই, নেই কল্পিত ঈশ্বর

এটাই তো চাই আমার আমি হতে 
শুধুই আমি রাজা, একজন মানবিক মানুষ 
আমার জগতে আমিই ঈশ্বর।

 

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]