মধুছন্দ-১ মা যে হলেন সুখের আলো আঁধার ঘরে বাতি, আসুন সবাই মা-দিবসে মাকে নিয়েই মাতি।। মধুছন্দ-২ মার মতো হয় না কারো নরম কোমল মন, মা যে হলেন এ ভুবনে সবার আপনজন।। মধুছন্দ-৩ মায়ের কাছে সব শিশুই সুখের নয়নমণি, মা ডাকটি সবার তরেই একটি মধুর ধ্বনি।। মধুছন্দ-৪ মায়ের আশিস দিতে পারে পরম সুখ ও মান, মায়ের সুখে আসতে পারে অপার খুশির বান।। মধুছন্দ-৫ মা যে হলেন সবার তরে সুখের প্রদীপ বাতি, মায়ের দুখে নামতে পারে ভয়াল আঁধার রাতি।। মধুছন্দ-৬ মায়ের ছোঁয়ায় সবকিছু নিপুণ পরিপাটি, মা হলেন সুখের স্বর্গ বাঁচার জিয়নকাঠি।। মধুছন্দ-৭ পাই না খোঁজে কোন কিছুই করব মায়ের তুল, মা যে হলেন এ ভুবনের সকল সুখের মূল।। মধুছন্দ-৮ মাসি পিসি যাহা-ই বলো মায়ের সমান নয়, মা বড় ধন সবার আপন গুণিজনরা কয়।। মধুছন্দ-৯ মায়ের মুখে থাকুক হাসি সারা জীবনভর, আদর্শ মা গড়ে তোলেন সুখস্বপ্নের ঘর।। মধুছন্দ-১০ মায়ের দোয়া ফোটায় মনে নিত্যনবীন ফুল, তাই মায়ের মনে কষ্ট দেয়া হবে ভীষণ ভুল।। মধুছন্দ-১১ যতোই থাকুক ধন-মান গায়ে ক্ষমতা, ঊর্ধ্বে মায়ের আশিস ও মায়া-মমতা ।। মধুছন্দ-১২ যাদের মা বেঁচে আছেন তাদের সবই আছে, কারো দু:খ নয় রে বড় মা-হারাদের কাছে ।।
কবিতা: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]