নিচে চলে গাড়ি-ঘোড়া, রিকশাওয়ালা বাজায় বেল, মাথার উপর, ক্ষাণিক পর পর, কেবলই আসে-যায় মেট্রোরেল। তার উপরে উড়ে বেড়ায় বাজপাখি-আর চিল, তাই না দেখে, খোকাখুকু হাসছেরে খিলখিল। তার উপরে আকাশেতে উড়ে যায় দেশ-বিদেশের ফ্লাইট, ঐ সুদূরে মহাকাশে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট। আরে এমন দৃশ্য, শুধুই কেবল, স্বপ্নে দেখা যায়! নারে এতো স্বপ্ন নয়, তাইতো দিনের বেলাও দেখা যায়। স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নও সত্যি সত্যি সত্যি হয়। শেখ হাসিনার সময়॥
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]