দ্বিরুক্ত শব্দে গ্রীষ্ম | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

দ্বিরুক্ত শব্দে গ্রীষ্ম
জাহান আরা খাতুন

ঝাঁ ঝাঁ রোদ্দুর
খাঁ খাঁ প্রান্তর
ধু ধু পথ ঘাট
চুপ চুপ দিন ভর।

ফাটা ফাটা খাল বিল
টলো টলো পানি নাই
বুকে বুকে তৃষ্ণা
ঘটি ঘটি জল চাই।

কাঁচা কাঁচা আম দেখে
খাই খাই দৃষ্টি
ডাঁসা ডাঁসা ঝুলছে
মধু মধু মিষ্টি।

ফাঁকা ফাঁকা রাস্তায়
দরদর ঝরে ঘাম
হাটে হাটে দেখা যায়
ঝাঁকা ঝাঁকা লিচু জাম।
রাশি রাশি কাঁঠালে
মিঠে মিঠে গন্ধ
টস টস আনারসে
খুশি খুশি ছন্দ।

থম থম আকাশে
মেঘ মেঘ ঘণ্টা
সোঁ সোঁ ঝড় এলে
দুরু দুরু মনটা।
সাঁই সাঁই হাওয়া চলে
মড় মড় ভাঙে ডাল
টনটন করে বুক
উড়ু উড়ু খড়ো চাল।

 

কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]