মসজিদুল হারামে হাফেজ প্রতিযোগীদের সম্মাননা

::
প্রকাশ: ২ years ago
মক্কার পবিত্র মসজিদুল হারামে কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ হাফেজদের পুরস্কার দেওয়া হয়। ছবি : সংগৃহীত

পা.রি. টিম: 
মক্কার পবিত্র মসজিদুল হারামে পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের এ পুরস্কার দেন।

গত বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল-জুহানি। প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ায় হাফেজ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শায়খ আল-সুদাইস তাদের নিয়মিত কোরআন চর্চায় উৎসাহিত করেন।

মাহাদুল হারাম আল-মাক্কি ও কুল্লিয়াতুল মসজিদিন নববীর শিক্ষার্থীদের কোরআন ও হাদিসচর্চা অব্যাহত রাখতে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে তা অনুষ্ঠিত হয়।

পুরো কোরআন হিফজ ও ১০ পারার তাফসির বিভাগে প্রথম তিনজন হলেন যথাক্রমে মুহাম্মদ আবদুস সালাম মুহাম্মদ, আমির আহমদ হুসাবি ও মুস্তফা আবদুল জাহির খান। ২০ পারা কোরআন হিফজ ও পাঁচ পারা তাফসির বিভাগে প্রথম তিনজন হলেন যথাক্রমে হারিস নাবিল বামাখরাম, কাসিম আবদুল কারিম আল-সুনাইদি ও ইমাদ খাদার। ১০ পারা কোরআন হিফজ ও তিন পারা তাফসির বিভাগে প্রথম তিনজন হলেন যথাক্রমে মুয়াজ মাক্কি কাবুব, ফয়সাল আলী হায়দার ও মুহাম্মদ মুতিউল্লাহ।