কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

শিক্ষিকা শিক্ষকতার পাশাপাশি একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই পরিচয় ওই কিশোরের সঙ্গে। কিশোরের বয়স ১৫। শিক্ষিকার ২৬।
পরিচয়ের পর শিক্ষিকা কিশোরের কাছে মোবাইল ফোন নাম্বার চান। এরপর তাদের মধ্যে আলাপ হতো। একপর্যায়ে শিক্ষিকা কিছু আপত্তিকর নগ্ন ভিডিও ওই কিশোরের মোবাইলে পাঠান। এতে কিশোর না বুঝেই সাড়া দেয় । এরপর ওই কিশোরকে দেখা করতে বলেন শিক্ষিকা। প্রথম একটা জায়গায় দেখা হওয়ার পর শিক্ষিকা কিশোরকে নিয়ে নিজ গাড়িতে ঘুরতে যান। নির্জনস্থানে গাড়িতে তিনি কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরে নিজের বাড়িতে। বেশ কয়েকবার এভাবে চলতে থাকে।
এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে। শিক্ষিকার নাম রিগ্যান গ্রে । কিশোরকে যৌন নিপীড়ন করার অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার হয়েছেন। গত মাসের শুরুর দিকে রিগ্যান গ্রে নামের ২৬ বছর বয়সী ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়। সূত্র, নিউইয়র্ক পোস্ট।
জানা যায়, গ্রের সঙ্গে ১৫ বছর বয়সী ওই কিশোরের প্রথম দেখা হয় ২০২০ সালে, লিটল রক ইমানুয়েল ব্যাপটিস্ট গির্জায়।
আদালতের নথি থেকে জানা যায়, ওই সময়ে কিশোরটির মা-বাবা ছেলের মুঠোফোনে শিক্ষিকার পাঠানো বেশ কিছু আপত্তিকর খুদে বার্তা দেখতে পান। এরপর তাঁরা গির্জার এক জ্যেষ্ঠ যাজকের কাছে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ প্রকাশ পাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে গির্জার স্বেচ্ছাসেবকের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে।
গির্জাটির এক নেতা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) বলেছিলেন, ২০২৩ সালে এক কাউন্সেলিং সেশনে শিক্ষিকা গ্রে স্বীকার করেছেন, ওই কিশোরের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল।
ওই কিশোর বলেছে, কখনো ওই শিক্ষিকার গাড়িতে, আবার কখনো তাঁর বাড়িতে এসব যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
তদন্ত চললেও সিলভিয়ান হিলস মিডল স্কুলে এখনো শিক্ষিকা হিসেবে বহাল আছেন গ্রে। গত ফেব্রুয়ারিতে তাঁকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়। শিক্ষিকা এখন জামিনে মুক্ত রয়েছেন।