প্রকৃতির মিত্র | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

প্রকৃতির মিত্র
আলমগীর কবির

গাছ কমেছে বন কমেছে 
বেড়েছে তাপমাত্রা,

রোজ হুমকির মুখে যেন
আলোর পথের যাত্রা!

নদী দূষণ বায়ুদূষণ 
আরো দূষণ কত,

উন্নয়নের রঙিন ডানায়
যেন নতুন ক্ষত!

বদলে গেছে আবহাওয়া 
মাঠ হয়েছে রুক্ষ!

হারিয়ে গেলে মূল্য বুঝি
এটাই পরম দুঃখ!

বন্যা খরা দাবদাহ
এই প্রকৃতির চিত্র,

আমরা মানুুষ কবে হব
এই প্রকৃতির মিত্র।

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]