চাঁদবরনী কন্যা তোমার মেঘবরণ চুল, তোমার জন্য ভালোবাসার লাল গোলাপ ফুল।। তুমি যখন হাস তখন শুধুই মুক্তা ঝরে, তোমার মিষ্টি রসের কথা পরান সিক্ত করে। তোমার কথা মধুর চেয়ে মধুর হয়ে ফোটে, যখন মুখে পাপড়ি মেলে ওই না রাঙা ঠোঁটে। আসতে যেতে তোমায় দেখে আমি যে মশগুল। ঐ আকাশের চাঁদ লাগে না তো থাকলে চাঁদমুখ, তোমার দেখা দেয় যে মনে এমনতর সুখ। তোমার কাজল চোখে যেন শুধুই কাছে ডাকে, তোমার রূপে চাঁদও যেন আঁধারে মুখ ঢাকে। তুমি রূপে রূপে অপরূপা পাই না তব তুল। ঐ
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]