কখনো কি মনে পড়ে না? বিকাল বেলার গোধূলি রাঙা আলোতে বৃষ্টির দিনে কদম ফুল দেখে স্নিগ্ধ চাঁদের পরশ গায়ে মাখতে মাখতে, কখনো কি মনে পড়ে না ভুল করে হাজারো ব্যস্ততার ফাঁকে দেখতে কি একটুও ইচ্ছে করে না, চাতক পাখির মতো চেয়ে । একটুও কি মনে পড়ে না আমার অনুপস্থিতি কি ভাবায় না? চিঠি কি লেখা যায় না দূর নীল আকাশে।
কবি: মাহমুদা টুম্পা, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
কবির অন্যান্য কবিতার লিংক: কবিতা | রোকেয়া | মাহমুদা টুম্পা
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]