সৌদিতে মিলল সোনার খনি

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে এবার নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

জানা গেছে, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মক্কা অঞ্চলের আল খুরমাহতে অবস্থিত মানসুরাহ মাসারাহ সোনার খনির দক্ষিণে ১০০ কিলোমিটার দীর্ঘ এই বিশালাকৃতির নতুন এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সোনা পাওয়ার সম্ভাব্যতা যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সেখান থেকে জানানো হয়, সংগ্রহকৃত খনিজে প্রতি টনে ১০.৪ গ্রাম এবং অপরটিতে ২০.৬ গ্রাম সোনার উপস্থিতি রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের খনি পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান মাদেন জানিয়েছে, ২০২২ সালে মানসুরা মাসারেহের ১০০ কিলোমিটার বিস্তৃত উপত্যকায় সোনা সন্ধানে জরিপের কাজ শুরু করা হয়। যা সফলতার মুখ দেখল।