মোহাম্মদ আব্দুল আজিজের ছড়া গান ‘নতুন সালে’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

নতুন সালে (ছড়াগান)
মোহাম্মদ আব্দুল আজিজ

নতুন সালে সবার মনে
উঠুক নতুন ছন্দ,
ফুটুক সারা গোলাপ-বেলি
লুটুক সবাই গন্ধ॥

শিশুকিশোর সবার মনে
জ্বলুক জ্ঞানের আলো,
হিংসা-বিভেদ ভুলে গিয়ে
বাসুক সবাই ভালো।

অজানারে জানুক এবার
দূর করে সব বাধা,
ঊর্ধ্বে সবার “মানবতা” 
এ কথাই হোক সাধা।
পালাক দূরে ভুবন থেকে
সকল আঁধারমন্দ, (ঐ)

জগৎজোড়ে নামুক শান্তি 
থামুক সকল যুদ্ধ,
পাপীতাপীর আসুক সুদিন
করতে মনের শুদ্ধ।

হাসুক সবে সুখের হাসি
কূলহারা পাক কূল, 
নতুন সালে ফুটুক মনে
নতুন আশার ফুল।
রাজনীতি আর ধর্মনীতির 
থামুক সকল দ্বন্দ্ব, (ঐ)

ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।