রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, স্বামী-স্ত্রী আহত

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ২ মাস আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী আহত হয়েছে। এমনকি স্বর্ণালংকার লুট করারও অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- সাইফুল ইসলাম ও বিলকিস বেগম। স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মধুখালী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা বাদী হয়ে আব্দুল হক, সুজন, রিফাতসহ ১৫/১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বিলকিস বেগম জানায়, পূর্বপরিকল্পিত ভাবে উৎপাতিয়া থাকিয়া অপরাধমূলক কর্মকান্ড ঘটনার জন্য অসৎ উদ্দেশ্যে দুপুর ১২টার দিকে রূপগঞ্জ থানাধীন মধুখালি শরফত আলীর মুদি দোকানের সামনে রাস্তায় আমাদের একা পেয়ে কিশোর গ্যাংয়ের অজ্ঞাতনামা ১৫/১৬ জন বিভিন্ন দেশীয় অস্ত্র ধারালো রামদা, ছেনদা, চাপাতি ও লাঠি-সোঁটা নিয়ে বেআইনিভাবে অতর্কিতভাবে হামলা করে। পেশি শক্তির বলে আমাকে সহ আমার স্বামীকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসিসহ লাঠি দিয়ে এলোপাথারিভাবে আমাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমার সাথে থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায়।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]