আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না: মিয়া গোলাম পরওয়ার

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না। খুব লম্বা সময় দরকার নাই আবার অতি অল্প সময়েও সম্ভব নয়। কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু অর্গান এর সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয়। সেটা ভালো ফল বয়ে আনবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পল্লীতে জেলা রোকন ( সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, যদি তাড়াহুড়ো করা হয় তাহলে তো ১৪,১৮ ও ২৪ শে যে রকম নির্বাচন হয়েছে ঐরকমই হবে। আপনি ভোট দিতে যাবেন আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকে বলবে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। এজন্য আমি মনে করি এখানে সময়টা মুখ্য নয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, ৬-৭ মাস অথবা বছরের মধ্যে হলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচন দিলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবেনা।আবার ৫-৬ বছর সময় অতিবাহিত করলেন কিন্তু গুরুত্বপূর্ণ অর্গানগুলো সংস্কার করলেন না সেই ফ্যাসিবাদের দোসররাই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসে রইল সেই ওসি সেই ডিসি সেই ইলেকশন কমিশন ওটা ৬ বছর সময় দিয়ে লাভ কি ওই একই ইলেকশন হবে। সুতরাং টাইম নয় জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হতে হবে যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই পরিবেশটা তৈরি হতে যতটুকু যৌক্তিক সময় নির্বাচন কমিশনের লাগবে আমরা সেই সময় দিতে প্রস্তুত সরকারকে।

ভারতের আগ্রাসন বিষয়েএক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহবান করেছিলেন আমাদের অখন্ডতা আমাদের মূল্যবোধ আমাদের জাতিসত্তার বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেটার ব্যাপারে সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন জামাতে ইসলামি সম্মানিত আমীরের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধিদল ওখানে গিয়েছি আমাদের আমির সাহেব জাতীয় ঐক্যমত্যের সাথে একাত্মতা পোষণ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।