মোহাম্মদ আব্দুল আজিজের গীতি কবিতা ‘বিজয় এলে’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

বিজয় এলে
মোহাম্মদ আব্দুল আজিজ

বিজয় এলে মায়ের খুশি
খোকা আবার ফিরলো অই,
যুদ্ধ যুদ্ধ খেলতে গিয়ে
খোকা সে আর ফিরলো কই? (।।)

একাত্তরের মুক্তি যুদ্ধে
জীবনমরণ রেখে পণ,
দেশের টানে গেল সেদিন
ছেড়ে মা-বাপ-বধূর মন। (।।)
খোকা সেদিন কলেজ ছাত্র
ঘাটতো খাতা-কলম-বই। ঐ

ফিরলো না সেই খোকা আজও
সার হল মার আঁখিজল,
পথের পানে চেয়ে যে তার
দেহখান হয় হারাবল। (।।)
সুখের দিনে দুঃখের সারি
কেমন করে আমরা সই? ঐ

ফিরবে না মা তোমার ছেলে
না ফেরার দেশ থেকে আর,
ডাকবো গো ‘মা’ তোমায় মোরা
পুরাব সেই অভাব তার। (।।)
এবার দু:খ ভুলে নে ‘মা’ কোলে
এই ছেলেরা সুখি হই। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]