রূপগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ১ মাস আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানক্ষেত থেকে বাবুল মিয়া (৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বাবুল মিয়া গাজীপুর জেলার পুবাইল থানার কাজিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

রূপগঞ্জ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০ টার দিকে আগলা এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে অটোরিকশা চালক বাচ্চু মিয়ার লাশ শনাক্ত করেন।

তিনি আরও জানান, রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা গলায় লোহার চেইন পেঁচিয়ে বাচ্চু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে নিরাপদ স্থান মনে করে ধান ক্ষেতে তার লাশটি ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]