যেভাবে বোকা বানিয়ে গ্রেপ্তার করা হয় শাহজাহান ওমরকে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করতে যান তিনি। পরে অন্য একটি মামলায় তাকেই গ্রেপ্তার পুলিশ।

গ্রেপ্তারের আগে শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকের কাছে অভিযোগ করেন, আজ সকালে বরিশালের বাসা থেকে রাজাপুর আসার পথে উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় আমার গাড়িতে হামলা চালায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় আমার বাড়ি মাহজাবীনে হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থেকে শাহজাহান ওমর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। বৃহস্পতিবার তিনি রাজাপুর যাচ্ছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা চালান বলে অভিযোগ। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

সকাল ৯টার দিকে রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ভাঙচুর করা হয়। তিনিও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন।

কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। পরে কাঁঠালিয়া থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।