সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ২ মাস আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যাচেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এসময় এলাকাবাসী অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা।

এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন , আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।

এলাকাবাসী বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াছিন ও তার বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী-ধামকী দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার চাই।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]