মোহাম্মদ আব্দুল আজিজের লিরিক ‘চল্ চল্ চল্ চল্ রে সখি’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

চল্ চল্ চল্ চল্ রে সখি
মোহাম্মদ আব্দুল আজিজ

চল্ চল্ চল্ চল্ রে সখি জল আনিতে যাই,
ও রে যেথায় বসে বাজায় বাঁশি ব্রজের কানাই।
না না না আজ যাব না সেথা সখি তাকে গিয়ে বল্,
ঘরে আমার মজুদ আছে দুই কলসি জল।
ঘরের জল ফুরিয়ে গেলে তখন যেতে চাই। ঐ

আয় লো সখি ঘাটের খবর বলি তোরই কাছে,
সেথায় কালা মন উদাসী আকুল হয়ে আছে।
ঐ শোনা যায় বাঁশির সুর হাওয়ায় ভেসে আসে,
সে সকাল-সাঁঝে বাজায় বাঁশি তোরে দেখার আশে।
আর করিস না বারণ যেতে ও লো সখি রাই। ঐ

ও ললিতা আজ যাব না ঐ না ঘাটের পানে,
কালার বাঁশি পাগল করে শুধুই কাছে টানে।
তার সুরেলা বাঁশির সুরে আমায় রাখে ধরে,
ও রে ঠিক সময়ে পারি না যে ফিরতে আমি ঘরে।
গোয়াল ঘরে উপোস করে আমার ধবল গাই। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]