অবধূত সংঘ বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল পোনাবালিয়া স্তম্ব্যকেশ্বর ভৈরব ৩ নং আন্তর্জাতিক পিঠস্থান ও শক্তিমঠ ঠাকুর বাড়িতে ৭দিন ব্যাপি কার্তিকী পর্বোৎসব- ২০২৪ পালিত হয়।
সোমবার (২৫ কার্তিক, বাংলা, ১১ নভেম্বর) হতে রোববার (১ অগ্রহায়ণ, বাংলা, ১৭ নভেম্বর) পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই বিশাল অনুষ্ঠানটি সু-সম্পূর্ণ ও সার্থক করার লক্ষ্যে বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ ছিল চোখে পড়ার মত ও প্রশংসিত। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত ছিল।
এই মহা শান্তি উৎসবে সনাতনী অবধূত সংঘের প্রায় ৩০ হাজার গুরু-ভক্ত ভাই-বোনের সমন্বয় ঘটে। ফলে পুরো আয়োজনটি এক মহা মিলনমেলায় পরিণত হয়।
বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে থেকে ৭দিনের এই ব্যাপক উৎসবটি পূর্ণতা পায়।
এসময় শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ গুরু মহারাজ ও লক্ষ্মী মাতাজীর স্বরণে ৩২ প্রহর নাম কীর্তন ও মহা প্রসাদ বিতরণ কার্যক্রম চলমান থাকে।
জীব ও জগতের শান্তি কামনায় মহাযজ্ঞ করেন বর্তমান অবধূত ভক্ত সন্তানের স্বশরিরস্ত বর্তমান ঠাকুর শেখরানন্দ গুর মহারাজ।
অবধূত সংঘের কার্তিকী পর্বোৎসব সংহতি প্রকাশ করেন- অবধূত সংঘ বাংলাদেশের আহ্বায়ক : আর কে মন্ডল (রবিন), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন বাংলাদেশ), সৎসঙ্গ বাংলাদেশ, হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ, আপম শান্তি প্রিয় জনসাধারণ প্রমূখ্।
বিশ্ব শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে মহা উৎসবটির সমাপ্তি ঘাটে।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]