রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ১ মাস আগে

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা সন্ত্রাস মাদক নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া শহিতুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন আহম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন সাধারণ সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, কাজী শাহ আলম কনক আহবায়ক রূপগঞ্জ উপজেলা শ্রমিকদল, মো. মোতাহার হোসেন সদস্য রূপগঞ্জ উপজেলা বিএনপি, কামাল হোসেন সভাপতি মুড়াপাড়া ইউনিয়ন যুবদল, মো. ওবায়দুল হোসেন রকি সাধারণ সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন যুবদল, আবুল আজাদ সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন যুবদল, সোহেল রানা সিনিয়র যুগ্ম আহবায়ক রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, তারিকুল ইসলাম মাসুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, পলাশ ফারুক সাংগঠনিক সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, আশাদুল এরশাদ মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা, তারিকুল ইসলাম তারেক সাবেক ভিপি সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ, লষ্কর আহম্মেদ ফরিদ সাবেক জিএস সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ,শাওন শাকিল সাবেক আহবায়ক সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল, আলেক চাঁন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিকদল, নাঙ্গম আহম্মেদ সাবেক সিনিয়র সহসভাপতি মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল, মো. জুবায়ের ভূইয়া ৬নং ওয়ার্ড ছাত্রদল প্রমুখ।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]