মোহাম্মদ আব্দুল আজিজের লিরিক ‘ব্রজকন্যা’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

ব্রজকন্যা
মোহাম্মদ আব্দুল আজিজ

নীল যমুনায় জল আনিতে
আলতা রাঙা পায়,
দেখ কলসি কাঁখে হেলেদুলে
ব্রজকন্যা যায় (গো)। (।।)

ব্রজকন্যা রূপের সাগর
দিনে দিনে হইছে ডাগর। (।।)
নদীর ঘাটে তারই রূপে মজে শ্যাম রায়।
শ্যাম চক্ষু না ফিরায়। ঐ

ব্রজকন্যা রাই কিশোরী
লাজুক, সে নয় মন বিসরী। (।।)
প্রেমের কথা শুনলে সে যে লাজে মরে যায়।
পড়ে ভীষণ দায়। ঐ

হায়! রাই কিশোরী কুলবালা
শ্যামের মনে বাড়ায় জ্বালা। (।।)
কলসি নিয়ে যাবার কালে মন নিয়া যায়।
সে পিছনে না চায়। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]