চাষির মুখে সুখের গান মাঠে মাঠে সোনার ধান মিষ্টি রৌদে হাসে, গ্রামের পথে ধূলো উড়ে চাষিরা ধায় ঐ সুদূরে ফসল নিয়ে আসে। ঘর ভরেছে নতুন ধানে কিষানি মায় ধান ভানে ঢেঁকিতে পাও রেখে, নতুন চালের পিঠাপুলি বানায় বসে ছোট্ট তুলি গায়ে নকশি এঁকে। জুটলো এসে বিড়াল পুষি ইতি, বীথি, গাঁয়ের খুশি জুটলো সাথি সব, হৈমন্তির মিষ্টি ঘ্রাণে চলছে গাঁয়ে প্রাণে প্রাণে আনন্দ উৎসব।।
ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]