৮ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
ফাইল ছবি

আট দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা এলাকায়। বিতরণ পাইপলাইনের ত্রুটি মেরামতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘাটুরা টিবিএস থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত নির্মিত ছয় ইঞ্চি ব্যাসের মূল বিতরণ গ্যাস পাইপলাইনে ত্রুটি দেখা দিয়েছে। ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এ ত্রুটি মেরামতের সময় নির্ধারণ করা হয়েছে।

যে কারণে ওই সময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিশেষ কারণে নির্ধারিত সময়ের পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।’

ত্রুটি দেখা দেওয়া এলাকাটি আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চার লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ইউটিলিটি সিফটিংয়ের আওতায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।