৫ হাজার টাকায় নবজাতক বিক্রি!

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত ছবি

মাত্র ৫ হাজার টাকায় ৩ দিন বয়সী নবজাতককে বিক্রি করে দিয়েছেন এক দরিদ্র মা। ভরণপোষণের মতো আর্থিক অবস্থা না থাকায় সন্তানটিকে তিনি বিক্রি করেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির মা রাখালিয়াচালা গ্রামে একটি কারখানায় চাকরি করেন।

তিনি উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী ৩ মাস আগে আরেকজনকে বিয়ে করে পালিয়ে যান। এ সময় তিনি অন্তঃসত্ত্বা অবস্থায়ও অনেক খোঁজাখুঁজি করেন স্বামীকে। কিন্তু স্বামীকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাতে একটি শিশুপুত্র প্রসব করেন। নবজাতককে লালনপালন করতে না পারায় দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ও তার মা। পরে উপজেলার রাখালিয়াচালা গ্রামের এক নারী নবজাতকটিকে দত্তক নেন।

এ সময় তিনি নবজাতকের মাকে নগদ ৫ হাজার টাকা দেন। পরে একটি সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কয়েকজন এলাকাবাসীর উপস্থিতিতে স্বাক্ষর রেখে মাকে বিদায় দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক গ্রামবাসী নবজাতককে দেখতে দত্তক নেওয়া নারীর বাড়িতে ভিড় করেন।

নবজাতকের নানি জানান, তাঁর মেয়ের ৩ সন্তান রয়েছে। তাদের লালনপালন করতেই হিমশিম খেতে হচ্ছে। তাই জন্ম নেওয়া শিশুকে দত্তক দেওয়া হয়েছে।

গ্রামবাসী জানান, নবজাতক দত্তক নেওয়া নারীর একটি কন্যাসন্তান হওয়ার পর দীর্ঘ ১৫ বছরেও কোনো সন্তান হয়নি। তিনি জানতে পারেন, এক নারী তিন দিন বয়সী পুত্রসন্তান বিক্রি করবেন। এমন সংবাদ পেয়ে তিনি সেই নারীর সঙ্গে যোগাযোগ করে শিশুপুত্রটি দত্তক নেন। পরে তার মায়ের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

মৌচাক ইউপি সদস্য ফখরুল ইসলাম মজুমদার জানান, এ রকম ঘটনা এখন পর্যন্ত জানেন না। তবে দ্রুত এলাকায় খোঁজ নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।