৫০ বছর পর খালেদা জিয়ার আসনে নৌকার জয়

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (বামে), বেগম খালেদা জিয়া (ডানে)। ফাইল ফটো

দীর্ঘ ৫০ বছরের খরা কাটিয়ে খালেদা জিয়ার আসন খ্যাত ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জয়ী হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। সোমবার (৮ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলে এসব তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটগ্রহণের হার ৫৪ দশমিক ৫৭ শতাংশ। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। এর মধ্যে, ১ লাখ ৯৭ হাজার ৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জানা গেছে, স্বাধীনতার পরে ১৯৭৩ সালে সর্বশেষ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাংবাদিক এবিএম মুসা। এরপর থেকে এই আসন থেকে আওয়ামী লীগ কখনো জয়ী হতে পারেনি।

১৯৯১ সাল থেকে ফেনী-১ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সর্বশেষ দুই জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী বিজয়ী হয়েছেন। সাম্প্রতিক সময়ে ফেনীতে আওয়ামী লীগ অনেক সংগঠিত। ফেনী-১ আসনে দীর্ঘদিন পর দলীয় প্রার্থী পেয়ে ৫০ বছরের নির্বাচনি খরা কাটিয়েছে দলটি।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন সার্ভিসে যোগ দেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে নিযুক্ত হয়ে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালের পরে সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার এপিএস হিসেবে কাজ শুরু করেন। ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ওয়ান ইলেভেনের সময় তার সাহসী ভূমিকা প্রশংসিত ছিল। ২০০৯ সালে উপসচিব হিসেবে তিনি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগ করে অবসরে যান।