৪২ বছর বয়সে মা হচ্ছেন নায়িকা পূর্ণিমা!

:: আনন্দধারা ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago

গত ১১ জুলাই ৪২ বছর বয়সে পা রেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। জীবনের বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নায়িকা। এর মধ্যে শুনা গেল আরেকটি বিশেষ খবর- মা হতে চলেছেন এই সুদর্শনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন। যদিও বিষয়টি এখনই সত্য নয় বলে জানিয়েছেন পূর্ণিমা।

মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এটি ভুয়া। সত্য নয়। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাব।’

মিথ্যা সংবাদটি দেখে পরিচিত অনেকে ফোন করছেন জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক।’

শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে নায়িকার উত্তর, ‘সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

গত বছরের মে মাসের ২১ তারিখ তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কমকর্তা। বিয়ের মাত্র এক বছরের মাথায় তার মা হওয়ার খবর এসেছে। তবে এখনই এর সত্যতা তিনি নিশ্চিত করেননি।

উল্লেখ্য, চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন পূর্ণিমা। ক্যারিয়ারে অভিনয় করেছেন- স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথা, সুভা, মনের সাথে যুদ্ধ, মা আমার স্বর্গ, বাঁধাসহ অনেক জনপ্রিয় সিনেমায়।