৪র্থ গণবিজ্ঞপ্তির প্রার্থী বাছাই পদ্ধতি নিয়ে একটি পরামর্শ

::
প্রকাশ: ২ years ago

৪র্থ গণবিজ্ঞপ্তির YES, I AGREE অপশনের প্রার্থী বাছাই পদ্ধতি নিয়ে আমার একটি পরামর্শ তুলে ধরছি। আমি ১৬তম একজন প্রার্থী এবং ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী।

একটি সম্পূর্ণ নতুন সফটওয়্যারের মাধ্যমে এই গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া ছিল। এই আবেদনে প্রত্যেক প্রার্থীকে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে হয়েছে। এর পর YES, I AGREE এবং I DON’T AGREE নামে দুটি অপশন ছিল। YES, I AGREE অপশনের জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করলে সকলের মঙ্গল, বিতর্ক বহির্ভূত ফলাফল এবং ফলাফল প্রকাশে অল্প সময় লাগবে বলে মনে করি। আমি অত্যন্ত ছোট একজন মানুষ। আমার এই মতামত কর্তৃপক্ষ সামান্য হিসেবেই দেখবেন বলে বিশ্বাস করি কারণ এই বিষয়ে কর্তৃপক্ষ অনেক ভালো ধারনা পোষন করেন।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পদ্ধতি:
ধরি কোনও একটি বিষয়ে মোট আবেদনকারী প্রার্থীদের মধ্যে ৪০টি চয়েসে সুপারিশ করার পরে অবশিষ্ট ১০০ জন প্রার্থী রয়ে গেল। অবশিষ্ট পদ রইল ৫০টি। এর মধ্যে ১০টি স্কুল এবং ৪০টি মাদ্রাসা/কারিগরি। ওই অবশিষ্ট ১০০ জনের মধ্যে COMBINED MERIT LIST হতে সিরিয়ালে এগিয়ে থাকা ৫০ জনকে চয়েস করতে হবে।

তারপর কর্তৃপক্ষ চাইলে তাদের মধ্যে সর্বোচ্চ সিরিয়ালের ১০ জনকে ১০টি স্কুল (সনদ অনুযায়ী) এবং বাকি ৪০ জনকে ৪০টি মাদ্রাসা/কারিগরি (সনদ অনুযায়ী) প্রতিষ্ঠানে সুপারিশ করতে পারবে। আবার যদি দেখা যায় যে, অবশিষ্ট প্রার্থীর চেয়ে অবশিষ্ট পদসংখ্যা বেশি রয়েছে সেক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে সবাইকেই স্কুলে (সনদ অনুযায়ী) সুপারিশ করতে পারে। অথবা অর্ধেক প্রার্থীকে স্কুলে (সনদ অনুযায়ী) এবং বাকি অর্ধেক প্রার্থীকে মাদ্রাসা/কারিগরি (সনদ অনুযায়ী) প্রতিষ্ঠানে সুপারিশ করতে পারে।

যেহেতু, আবেদনের সময়ে প্রার্থী YES, I AGREE ক্লিক করেছেন সেহেতু সেই প্রার্থী বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক বলে সম্মতি প্রদান করেছেন। সুতরাং, উক্ত পদ্ধতিতে তাকে সুপারিশ করা হলে পরবর্তীতে কোনও বিতর্ক সৃষ্টি হবে না।

বর্তমানে প্রায় লক্ষাধিক প্রার্থী ৪র্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন। আমরা সবাই এই বেকারবান্ধব গণবিজ্ঞপ্তি প্রকাশের কারণে আশার আলো দেখতে পাচ্ছি। NTRCA(বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ) এর সকল কর্মকর্তার প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি যে, ৪র্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট যত দ্রুত সম্ভব প্রকাশ করে লক্ষ্য বেকারের শিক্ষক হবার স্বপ্ন পূরণ করুন।

 

লেখক: মো. ইকবাল হাসান, ৪র্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশি।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net