আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লঘুচাপটি বুধবার নাগাদ সুস্পষ্ট লঘুচাপের রূপ নেবে।
এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের রূপ নেওয়ার পর এটি আরও ঘনীভূত হলে এর গতি-প্রকৃতি, অবস্থান স্পষ্ট করা হবে। পরিস্থিতি পযবেক্ষণ করে আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে।
ভারতীয় আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ দশা পেরিয়ে আগামী ২ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগযাউম’। নামটি দিয়েছে মিয়ানমার।
এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সবশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মিধিলি’। এটি গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতিতে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে। এতে গাছপালা ও ফসলের ক্ষতিসহ ৯ জনের মৃত্যু হয়।