১৯ অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের আভাস, শুক্রবার থেকে মুষলধারে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দু একদিন বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা কমবে। এরপর শুক্রবার সারা দেশে শুরু হবে মুষলধারে বৃষ্টি।

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার সকালে ভারী বৃষ্টি হয়েছে। এতে কিছুটা কমেছে গরমের অস্বস্তি। এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এ সময়ে অনেককে যাত্রী ছাউনি, বহুতল ও দোকানের ভেতর আশ্রয় নিতে দেখা যায়।

সকালের ভারী বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা যায়। সৃষ্টি হয় যানজটের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে। এ কারনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই–তিনদিন অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। এতে সারাদেশে তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে ৩ ডিগ্রিও কমতে পারে।’

আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশেই মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘শুক্র শনির পরে যেয়ে দেশের অনেক জায়গায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অনেক জায়গায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেহতু মৌসুমী বায়ূ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, এর সাথে সাথে বৃষ্টিপাতও বেড়ে যাবে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।

এদিকে, আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, লালমনিরহাট, কুঁড়িগ্রাম ও টাঙ্গাইল জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

শুক্রবার (২৮ জুন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৯ জুন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।