দিনটি নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিড। বুধবার (২৫ অক্টোবর, ২০২৩) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে তিনি মাত্র ১০ ওভারে দেন ১১৫ রান।
এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও সর্বোচ্চ রান। ওভারপ্রতি তার ইকোনোমি ছিল ১১.৫! অবশ্য ১১৫ রান দিয়ে তিনি ২টি উইকেট নেন। আউট করেন মার্নাস ল্যাবুশেন ও জস ইংলিসকে।
তার আগে ১০ ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার দুই বোলার অ্যাডাম জাম্পা ও মাইক লিউইস। মাইক ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে দিয়েছিলেন ১১৩ রান। আর জাম্পা ২০২৩ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়ে তার পাশে বসেন। আজ ১১৫ রান দিয়ে তাদের দুজনকে পেছনে ফেলেন ডি লিড।
৮ ওভারে তিনি ৭২ রান দেন। শেষ দুই ওভারে দেন আরও ৪৩ রান। তার মধ্যে ৪৯তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ২ চার ও ৩ ছক্কায় নেন ২৮ রান। পূর্ণ করেন বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে)। আর ডি লিডকে বানিয়ে ফেলেন ওয়ানডের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার।
অবশ্য সবচেয়ে বেশি রান দেওয়া বোলারদের তালিকায় ওয়াহাব রিয়াজ ও রশিদ খানের মতো বোলারদেরও নাম রয়েছে। ২০১৬ সালে ওয়াহাব ১০ ওভারে ১১০ রান দিয়েছিলেন। আর রশিদ খান ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ ওভারে দিয়েছিলেন ১১০ রান!