হোটেলের বাথরুমে পড়েছিল বাংলাদেশির মরদেহ

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ১ বছর আগে
মালয়েশিয়ায় নিহত বাংলাদেশি শ্রমিক আবেদীন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে কোতাবারু কেলান্টন প্রদেশের একটি হোটেল থেকে আবেদীন (৪৪) নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কোতাবারুর পুলিশপ্রধান জানিয়েছেন, শুক্রবার আবাসিক হোটেলের বাথরুমে আবেদীনের লাশ পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আবেদীনের পাসপোর্টের তথ্য অনু্যায়ী, তার বাড়ি পাবনার হাটবাড়িয়া, ঝড়গাছা, শান্তিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল গফুর মিয়া। মায়ের নাম আনোয়ারা বেগম ও স্ত্রীর নাম সালমা বেগম।
আবেদীনের পাসপোর্ট ও বৈধ ভিসা রয়েছে। পাসপোর্টে থাকা ভিসার স্টিকারের বিবরণ অনুযায়ী, তিনি মালয়েশিয়ার জহরবারু প্রদেশের সিএইচ কিনা এন্টারপ্রাইজ নামে পামওয়েল প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কর্মী। আবেদীনের সঙ্গে কেউ না থাকায় বিস্তারিত আর কিছু জানা যায়নি।
কোতাবারুর পুলিশপ্রধান জানান, আবেদীনের পরিবারের খোঁজ পাওয়া গেছে। পরিবারের সঙ্গে কুয়ালালামপুরে সাংবাদিক মোহাম্মদ আলী যোগাযোগের চেষ্টা করছেন।
এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’