রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ম্যাচের পর দুই দলের দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষে তামিম বারবার হেলসের দিকে তেড়ে যান।
পরবর্তী সময়ে জানা যায়, ঘটনার পেছনে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ রয়েছে। ম্যাচ হারার পর অ্যালেক্স হেলসের একটি অঙ্গভঙ্গিকে ঘিরে বাকবিতন্ডার শুরু হয়।
হেলস দাবি করেন, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা তার মতে অত্যন্ত লজ্জাজনক।
তবে তামিম ইকবালের পক্ষ থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি।
রংপুরের কাছে ম্যাচ হেরে বরিশাল অধিনায়ক তামিমের মেজাজ খারাপ ছিল। ম্যাচের শেষ ওভারে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান তিনটি চার ও তিনটি ছক্কায় অবিশ্বাস্য জয় তুলে নেন। ম্যাচ শেষে করমর্দনের সময় হেলসের একটি ভঙ্গি তামিমের কাছে অপমানজনক মনে হয়।
বরিশাল দলের একটি সূত্র জানায়, তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি বলো, এ ধরনের ভঙ্গি কেন?’ এতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এ বিষয়ে অ্যালেক্স হেলস বলেন, ‘তামিমের আচরণ অত্যন্ত লজ্জাজনক। আমি জানি না কেন তিনি বিষয়টি এত ব্যক্তিগতভাবে নিলেন। তিনি আমাকে এমন কিছু বলেছেন, যা কষ্ট দিয়েছে। ২০২১ সালে বিয়ার পানের জন্য আমি তিন সপ্তাহ নিষিদ্ধ ছিলাম। তিনি সেই প্রসঙ্গ তুলে আমাকে আক্রমণ করেছেন। এটি মেনে নেওয়া কঠিন।’
হেলস আরও বলেন, এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি সামনে এগোতে চান।
৬ ম্যাচের জন্যবিপিএলে খেলতে এসে হেলস তার ব্যাটিং পারফরম্যান্সে উচ্ছ্বসিত। ৬ ম্যাচে তিনি করেছেন ২১৮ রান, যেখানে একটি অপরাজিত ১১৩ রানের ইনিংস রয়েছে। তার স্ট্রাইক রেট ছিল ১৫০-এর বেশি।
তিনি বলেন, ‘এখানে ১০টি দারুণ দিন কাটিয়েছি। দল টানা ছয়টি ম্যাচ জিতেছে। আমাদের বোলাররা স্কিলফুল—পেসার, স্পিনার ও ব্যাটার সবাই ফর্মে আছে। এবারের বিপিএলের মান আগের চেয়ে উন্নত। স্পিনারদের তুলনায় এবার পেসারদের প্রাধান্য বেশি। ব্যাটার হিসেবে চ্যালেঞ্জ নিতে ভালোই লেগেছে।’