সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আলোচিত ইউটিউবার স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হয়েছেন। তবে তিনি ছাড়া অন্য ছয় প্রার্থীর জামানত খোয়া গেছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সোমবার (১৭ জুলাই) জানিয়েছেন, কোনো নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে। এই নির্বাচনে ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি।
এর আট ভাগের এক ভাগ হলো ৪ হাজার ৬৭৮ ভোট।
নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।
লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ৬৪, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ৫২ ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট পেয়েছেন।
এ ক্ষেত্রে হিরো আলম ছাড়া অন্য ছয় প্রার্থীর জামানত বাতিল হয়েছে। সংসদ নির্বাচনে জামানত ২০ হাজার টাকা।
রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে আট প্রার্থী পেয়েছেন মোট ৩৭ হাজার ৩৭ ভোট। আর বাতিল হয়েছে ৩৮৩ ভোট। সর্বমোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। ঢাকা-১৭ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। অর্থাৎ ভোট পড়ার হার ১১ দশমিক ৫১ শতাংশ।
হিরো আলম এর আগে তিনটি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। সর্বশেষ বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে তিনি অল্প ভোটের (৮৩৪ ভোট) ব্যবধানে হারেন মহাজোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে।