হিট অ্যালার্টের মেয়াদ বাড়ছে আরও তিন দিন

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

দেশজুড়ে বিদ্যমান তাপপ্রবাহের ফলে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়ছে। একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, পূর্বে জারি করা তিন দিনের হিট অ্যালার্টের মেয়াদ আজ শেষ হচ্ছে।

আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকায় আমরা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে আরও তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাজ হিট অ্যালার্ট জারি করে সরকারকে তা জানিয়ে দেয়া। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের।

তিনি বলেন, দেশজুড়ে গতকালের থেকে আজকের তাপমাত্রা বেশি ছিল। চলতি এপ্রিলে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। আমাদের হিসাব অনুযায়ী ২ মে থেকে ৩ মে পর্যন্ত বিদ্যমান তাপপ্রবাহ চলবে। মে মাসের আগে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ নেই। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।