বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের খেলায় হেরেছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছে ব্রাজিল। আর ১৪ ম্যাচ পর হারের স্বাদ পেল আর্জেন্টিনা, হেরেছে উরুগুয়ের বিপক্ষে।
দুর্দশা পিছুই ছাড়ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছে সেলেসাওরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার ২-১ গোলে। নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল ফার্নান্দো দিনিজের শিষ্যরা। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রইলো দলটি। অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে এটাই কলম্বিয়ার প্রথম জয়।
অন্যদিকে, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তবে এবার তাদের মাটিতে নামাল উরুগুয়ে।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনার খেলা আজ
বুয়েন্স এইরেসে শুক্রবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে রোনালদ আরাউহো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দারউইন নুনেস।
বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা, যদিও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ দিন ম্যাচের দশম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় উরুগুয়েই। সতীর্থের লং পাস গতিতে ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ডারউইন নুনেস, কিন্তু তার নেওয়া শট চলে যায় পোস্টের বেশ বাইরে দিয়ে। তিন মিনিট পর মেসির শট আটকান উরুগুয়ে গোলরক্ষক। এছাড়া পায়ের কিছু দারুণ মুভ দেখালেও প্রথম অর্ধে উরুগুয়ের জন্য ভয়ের কারণ হতে পারেননি প্রায় এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মধ্যে না থাকা মেসি। আর্জেন্টাইন তারকাকে কড়া পাহারায় রাখার কৌশল নিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা।
৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত এমিলিয়ানো মার্টিনেজ।
৮১তম মিনিটে বল নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠেছিলেন ডি মারিয়া, কিন্তু তার কোনাকুনি শট যায় দূরের পোস্টের বাইরে। স্কালোনির বিষন্ন মুখ ভেসে ওঠে পর্দায়। একটু পর কর্নারে ওতামেন্দির হেড ফিস্ট করে ফিরিয়ে উরুগুয়েকে জয়ের পথে রাখেন গোলরক্ষক।
৮৭তম মিনিটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দেন নুনেস। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।
এদিকে, কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে ব্রাজিলের শুরুটা ছিল দুর্দান্ত। আর্সেনাল স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় সেলেসাওরা। পরে মাত্র ৪ মিনিটের ঝড়ে ব্রাজিলের জয় একাই কেড়ে নেন লিভারপুল ফরোয়ার্ড লুইস ডিয়াজ। ৭৫ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে জয় এনে দেন কলম্বিয়াকে।
জয়ের খোঁজে থাকা ব্রাজিল ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় দলগত বোঝাপড়ায়। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ওয়ান-টু-ওয়ানে বল জালে পাঠান তিনি। পিছিয়ে পড়া কলম্বিয়া এরপর নামে গোলের খোঁজে, বাড়ায় আক্রমণ। তবে প্রথমার্ধে মেলেনি কোনো সফলতা। এরমধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদে খেলা তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস।
ম্যাচের ৬৬ মিনিটে আরও ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ আসে ব্রাজিলের সামনে। তবে রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় অতিথিদের। এরপরই শুরু হয় ডিয়াজ ঝড়। ৭২ মিনিটে তার দারুণ একটি শট আলিসন বেকার রুখে দিলেও ৭৫ মিনিটে তাকে আর আটকে রাখা যায়নি। বলদি ক্রিস্টিয়ান বোরহার বাঁ প্রান্ত থেকে দেওয়া ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডিয়াজ।
চার মিনিট পর আবারও হেডে গোল ডিয়াজের। এবার ডান প্রান্ত থেকে হামেস রদ্রিগেজের ক্রস থেকে মাথা ছুঁইয়ে ক্লাব সতীর্থ আলিসনকে পরাস্ত করেন ডিয়াজ। যে গোলে লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য।
টানা তিন ড্রয়ের পর শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে পাওয়া জয়ে ৯ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কলম্বিয়া। এদিকে, টানা দুই হারে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন পাঁচে।