হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম গ্রেপ্তার

::
প্রকাশ: ২ মাস আগে
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে একই আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান।

তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।