হজের খরচ কমছে না

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
ছবি: সংগৃহীত

হজের খরচ বেড়ে যাওয়ায় কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলেও হজযাত্রীদের সাড়া পাওয়া যাচ্ছে না। তবে খরচে কমছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

জানা গেছে, তিনবার সময় বাড়িয়েও হজযাত্রায় নিবন্ধন বাকি ২৫ হাজার। নিবন্ধন কম হলে আগামী ২১ মে’র প্রথম হজ ফ্লাইট পেছাতে পারে।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৬ মার্চ) হজ নিবন্ধনের শেষ দিনের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফে এ কথা জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম।

তিনি আরও বলেন, হজের খরচ কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমানোর কোনো সুযোগও দেখছে না মন্ত্রণালয়। জানান, সৌদি রিয়াল, আবাসন খাত ও বিমান ভাড়া বাড়ায়, গত বছরের তুলনায় খরচ বেড়েছে।

আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে সরকারি ও বেসরকারি হজ নিবন্ধনের বর্ধিত সময়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী- এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন‌্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ‌্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net