স্বামীর হাত-পা বেঁধে মারধর করে সিগারেটের ছ্যাঁকা দিতেন স্ত্রী

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে
ছবি: ইন্টারনেট

স্বামীকে হাত-পা বেঁধে মারধর করতেন স্ত্রী। সিগারেটের ছ্যাঁকাও দিতেন। নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী সেই স্বামী। প্রমাণ পেয়ে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম মেহের জাহান। গত রবিবার স্বামীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বামীর নাম মানান জাদি।

পুলিশ জানায়, মানানকে ওষুধ খাইয়ে নির্যাতন করেছেন তার স্ত্রী। ওষুধের প্রভাবে দুর্বল অবস্থায় তার হাত-পা বেঁধে মারধর করেন এবং সিগারেট দিয়ে তার বিভিন্ন অঙ্গে ছ্যাঁকা দেন।

ঘরের ভেতরে স্থাপন করা সিসিটিভির ফুটেজ পুলিশকে দিয়েছেন মানান নিজেই। ভিডিওতে দেখা গেছে, স্বামীকে অত্যাচার করছেন মেহের।

মানান বলেন, এর আগেও পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি।

তবে ভিডিও পাওয়ার পর পুলিশ আইন অনুযায়ী একাধিক ধারায় মেহের জাহানের বিরুদ্ধে মামলা করেছে।