স্পেন বনাম মরক্কো: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

::
প্রকাশ: ২ years ago

স্পোর্টস ডেস্ক:
আফ্রিকান দল মরক্কো গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে পা রাখলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে কতোটা পেরে উঠবে থাকছে সেই প্রশ্নও। তবে লুইস এনরিকের শিষ্যদের খারাপ দিনে সাফল্য ধরা দিতেই পারে ওয়ালিদ রেগরাগুইয়ের শিষ্যদের হাতে।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো পাঠকদের জন্য-

 

কখন?
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

 

কোথায়?
এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহা

 

টিম নিউজ
চোট সমস্যায় ভুগছেন স্পেনের ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাকে স্কোয়াডে রাখতে পারেন এনরিকে। যদিও শুরুর একাদশে চেলসি তারকাকে দেখার সম্ভাবনা কম। একই সমস্যা আছে মরক্কো শিবিরেও। ওয়ালিদ চেদিরাও পেয়েছেন চোট, তাই তাকে মূল স্কোয়াডে রাখার ঝুঁকি নাও নিতে পারেন রেগরাগুই।

 

নজরে থাকবেন যারা
জাপানের বিপক্ষে শেষ ম্যাচে আশানুরূপ ফুটবল উপহার দিতে পারেনি স্পেন। ফলে এই ম্যাচে আবারও গাভি-পেদ্রি জুটির জ্বলে উঠার অপেক্ষায় থাকবেন স্প্যানিশ ভক্তরা। এই দুই তরুণ তুর্কি মাঝমাঠে ছড়ি ঘুরালে আক্রমণভাগে আলভারো মোরাতা, ফেরান তোরেসদের কাজ হয়ে যাবে অনেকটাই সহজ। তবে সাফল্য পেতে ফিনিশিংয়ে নিঁখুত হতে হবে ২০১০ বিশ্বকাপের শিরোপাধারীদের।

মরক্কো ভক্তরা চেয়ে থাকবেন হাকিম জিয়েশ, ইউসেফ এন নেসিরিদের দিকে। একের পর এক আক্রমণে তাদের ব্যস্ত রাখতে হবে স্প্যানিশ রক্ষণকে। সঙ্গে মরক্কো ফরোয়ার্ডদের ফিনিশিংও হতে হবে মোক্ষম। রক্ষণে আশরাফ হাকিমিকে দিতে হবে নেতৃত্ব। সঙ্গে ডান প্রান্ত থেকে আক্রমণ শানাতেও ভূমিকা রাখতে হবে পিএসজি তারকাকে।

 

সম্ভাব্য লাইন আপ
স্পেন: (৪-৩-৩): উনাই সাইমন (গোলরক্ষক), দানিয়েল কারভাহাল, আয়মেরিক লাপোর্তে, জর্দি আলবা, রদ্রি, পেদ্রি, সার্জিও বুসকেতস, গাভি, চালভারো মোরাতা, দানি অলমো, ফেরান তোরেস

মরক্কো: (৪-৩-৩) ইয়াসিন বুনো (গোলরক্ষক), নায়েফ আগুয়ের্ড, আশরাফ হাকিমি, রোমেইন সাইস, নৌসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত, আবদেলহামিদ সাবিরি, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি, হাকিম জিয়েশ

 

প্রেডিকশন
শক্তির বিচারে স্পেন অনেকে এগিয়ে থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা মরক্কোও ছেড়ে কথা বলবে না। সামর্থ্য অনুযায়ী খেলার পাশাপাশি তাই সতর্কও থাকতে হবে ইউরোপিয়ানদের। এদিকে আরেকটি অঘটন ঘটাতে মরিয়া হয়ে খেলবে আফ্রিকানরাও।

 

সম্ভাব্য স্কোর:
স্পেন ২-১ মরক্কো

 

ম্যাচ ফ্যাক্টস
১. ১৯৬১ সালের পর মাত্র তিনবার মুখোমুখি হয়েছে স্পেন-মরক্কো। বিশ্বকাপে এটা হতে চলেছে দুই দলের দ্বিতীয় লড়াই। সর্বোচ্চ মর্যাদার আসরে রাশিয়ায় সবশেষ দেখায়, ড্র করেছিল তারা। প্রথম দুটি লড়াই জিতেছিল স্পেন।

২. ২০১০ সালে শিরোপা উঁচিয়ে ধরার পর আর কখনও বিশ্বকাপের শেষ ষোলো পার হতে পারেনি স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ২০১৮ সালে এই পর্বেই স্বাগতিক রাশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল তারা।

৩. বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে শেষ পাঁচ দেখায় মাত্র একবারই হেরেছে স্পেন।

৪. বিশ্বকাপে টানা চার ম্যাচে গোল করা একমাত্র স্প্যানিশ ফুটবলার ডেভিড ভিয়া। মরক্কোর জালে বল জড়াতে পারলেই তাকে স্পর্শ করবেন লা ফুরিয়া রোজাদের হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করা আলভারো মোরাতা।

৫. সেপ্টেম্বরে কোচের দায়িত্ব নেওয়া রেগরাগুইয়ের অধীনে এখন পর্যন্ত পর্যন্ত একটি ম্যাচও হারেনি মরক্কো। তার অধীনে ছয়টি ম্যাচ খেলে চারটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন হাকিমি-জিয়েশরা। অপর দুটি ম্যাচ হয়েছে ড্র। এই সময়ে মাত্র এক গোল হজম করেছে মরক্কো।

৬. বিশ্বকাপে চার ম্যাচ ধরে অপরাজিত মরক্কো। স্প্যানিশদের বিপক্ষে হার এড়াতে পারলে ফুটবলের মহাযজ্ঞে ক্যামেরুনের টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবে তারা। আফ্রিকান কোন দেশের বিশ্বমঞ্চে টানা অপরাজিত থাকার সর্বোচ্চ কীর্তি সেটাই।

৭. ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে মরক্কো। এবারই প্রথম কোন আরব কোচের অধীনে নকআউট পর্বে পা রেখেছে তারা।