সোহেল তাজকে যে গানটি শুনিয়েছিলেন শেখ হাসিনা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ মাস আগে

বিগত আওয়ামীলীগ শাসনামলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে সোহেল তাজ বিভিন্ন রকমের প্রতিকুল পরিস্থিতির শিকার হয়েছিলেন বলে জানান। গতকাল একটি বার্তাসংস্থাকে দেওয়া ভিডিও ইন্টারভিউতে তিনি জানান, তিনি যখন পদত্যাগ পত্র জমা দেন তখন শেখ হাসিনা তাকে গান শুনিয়েছিলেন। গানটি ছিলো এইরকম, ‘ আমি তোমাকে ছাড়ব না , আমি কাউকে ছাড়ি না’।

সোহেল তাজ বলেন , শেখ সেলিম তাকে চড় মেরেছিলেন বলে যে গুজব রয়েছে এটি সত্য নয়। কারণ তাকে চড় মেরে নিরাপদে বাড়ি চলে যাবে কেউ সেরকম তিনি নন’।

সোহেল তাজ বলেন, তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এ কথা বলার সময় ভিডিওতে দেখা যায় যে সোহেল তাজের চোখের কোণে পানি।

তিনি জানান, প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী , দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অফার করেছিলেন শেখ হাসিনা কিন্তু তিনি রাজি হননি। বিভিন্নজন তাকে অনুরোধ করেছিলেন। কিন্তু সেসব উপেক্ষা করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। কারণ তিনি বুঝে গিয়েছিলেন ততোদিনে শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনিয়ম কমবে না।