সোমবারের সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago

আগামীকাল সোমবার (৩১ জুলাই) পুরোনা বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ডাকা সমাবেশ বাতিল করা হয়েছে। রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আজ (৩০ জুলাই) সারাদেশে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ।

উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) বিএনপিও সারাদেশে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় তিনি বলেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।