সেই রেফারিকে আর দেখা যাবে না বিশ্বকাপে

::
প্রকাশ: ২ years ago
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখানো হয় লিওনেল মেসিকে। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক: 
পুরো নাম আন্তোনিও মিগুয়েল মাতেও লাহোজ, স্পেনের রেফারি। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ১৮ বার হলুদ কার্ড দেখানো হয়েছে এবারের আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে। আর এই কাজটি করেছেন তিনি। সে ম্যাচে রেকর্ড হলুদ কার্ডের সঙ্গে ৪৮ বার ফাউলের বাঁশি বাজিয়েছিলেন স্পেনের এই রেফারি। বিরক্ত হয়েছিলেন দুই দলের খেলোয়াড় ও সমর্থকরা। তবে সেসব খেলোয়াড় ও সমর্থকদের জন্য সুখবর হলো চলতি বিশ্বকাপে আর দেখা যাবে না ৪৬ বছর বয়সী ওই রেফারিকে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো লাহোজের ম্যাচ পরিচালনার দায়িত্ব। কাতার থেকে স্পেনে ফিরে গেছেন তিনি। তাকে সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আশা পূরণ হয়েছে। তিনি চেয়েছিলেন লাহোজ যেন আর্জেন্টিনার পরের কোনো ম্যাচে না থাকেন। কেননা ডাচদের বিপক্ষে সেই ম্যাচে হলুদ কার্ড দেখা থেকে বাদ পড়েননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। এমনকি দলের কোচ স্কালোনি ও কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েলকেও দেখতে হয়েছিল হলুদ কার্ড।

ডাচদের বিপক্ষে ম্যাচ শেষে মেসি ক্ষোভ প্রকাশ করেন স্পেনের রেফারি অ্যান্তোনিও লাহোজের ওপর। তিনি বলেছিলেন, ‘মানুষ দেখেছে কী হয়েছে। এমন রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেয়া উচিত নয় ফিফার। তাদের এটা পুনর্বিবেচনা করা উচিত। যিনি নিজের কাজটা ভালোভাবে জানেন না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেয়া উচিত হয়নি।

‘আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। এর মধ্যে রেফারির কারণেই খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছে। তিনি সবসময় আমাদের বিপক্ষে ছিলেন। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

লাহোজের এমন পারফরম্যান্সে নেদারল্যান্ডসের খেলোয়াড় ও দুই দলের সমর্থকদের মধ্যেই ছিল বিরক্তির ছাপ।

 

আন্তোনিও লাহোজের কিছু পরিসংখ্যান: 
৪৫ বছর বয়সী এই স্প্যানিশ রেফারি এর আগে ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্ব ও চূড়ান্ত বিশ্বকাপের ম্যাচে দায়িত্বপালন করেছেন। ২০০৮ সাল থেকে লা লিগার ম্যাচ পরিচালনা করছেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা চ্যাম্পিয়ন লিগ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিয়মিতই ডাক পড়ে তার। সব মিলিয়ে ৩৩৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এসব ম্যাচে সর্বমোট ১৫৪২ বার হলুদ কার্ড বের করেছেন লাহোজ। তবে লাল কার্ড দেখিয়েছেন খুব কম। গড়ে প্রতি ম্যাচে ২৪.৬৬ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন তিনি, সবমিলিয়ে ৬৭ বার খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন লাহোজ।

শুধু লা লিগায় ২৫৩ ম্যাচে ১২২৩ বার হলুদ কার্ড উৎসব করেছেন মাতেও লাহোজ, গড়ে যা ৪.৮৩ টি ম্যাচপ্রতি। প্রতি ম্যাচে গড়ে ২৫.১৯ বার ফাউল ধরেছেন তিনি। এছাড়াও লাল কার্ড দেখিয়েছেন ৬১ বার। বিশ্বকাপে ৫টি ম্যাচ পরিচালনা করে ৩০ বার হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। প্রতি ম্যাচে গড়ে ২৪.৮০ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন আন্তোনিও মাতেও লাহোজ।