সূর্যগ্রহণ লিখে সার্চ দিলেই অন্ধকার হয়ে যাচ্ছে গুগল

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

একে তো বছরের প্রথম তার উপর বিরল সূর্যগ্রহণ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সোমবার (৮ এপ্রিল) মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হতে উত্তর আমেরিকার দেশগুলোতে লোকজনের দেখা গেছে ব্যাপক উৎসাহ।

সূর্যগ্রহণের প্রভাব পড়েছে সার্চ ইঞ্জিন গুগলেও। সোমবার দেখা গেছে, গুগলে ‘সূর্যগ্রহণ’ বা ‘Solar Eclipse’ লিখে সার্চ দিলেও দেখা যাচ্ছে ‘প্রতীকী’ সূর্যগ্রহণের ভেলকি।

সেকেন্ডের জন্য প্রতীকী সূর্য ঢেকে যাচ্ছে ছায়ায়।

মূলত, সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পড়লে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায় সেই ছায়ায়। আর এতেই অন্ধকারে দিন হয়ে যায় রাতের মতো। মহাজাগতিক এ ঘটনাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ সোমবার (৮ এপ্রিল) এমনই এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

জ্যোতির্বিদরা বলছেন, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এইদিন খালি চোখে দেখা যাবে জ্বলন্ত গ্রহদের। এটি খুবই বিরল ঘটনা।