সুতাং নদী | মহিউদ্দিন আহমেদ রিপন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

সুতাং নদী
মহিউদ্দিন আহমেদ রিপন

আমার নাম সুতাং নদী,বারো মাস থাকি নিরবধি।
উজান পাহাড়ের ছড়ায় জন্ম আমার, ভাটির দেশ মেঘনায় গিয়ে শেষ।
আমার তীরে গড়ে উঠেছে কত গ্রাম নগর, বাজার, হাট।
জল দিয়ে ভরে দেই সবুজ শ্যামল ফসলের মাঠ। 
আমার নাম সুতাং লাখাইয়ে দীর্ঘতম প্রধান নদী,
মৎস্য ও শস্যভান্ডার আমার বুকে লালন করি।
দিনে দিনে পলি জমে ভরাট তলদেশ, 
নাব্যতা হারাতে বসেছি এখন বারো মাস।
দীর্ঘদিন যাবত আমাকে করা হয়নি খনন,
জোয়ারে ভাসতাম সারা বছর, আমার বুকে থাকত থৈ থৈ জল।
নদীতে থাকতো অনেক মাছ, জলজ প্রাণী সকল।
পানি সেচ দিয়ে কৃষক ফলাত সোনার ফসল।
আমার নাম সুতাং নদী, লাখাই কে বুকে ধরে রেখেছি মায়ের মতন।
আমার তীরে বসবাসকারী খেয়ে পড়ে থাকবে, মাছ ও ধান হাজার মেট্রিক টন।
আমার নাম সুতাং নদী দুঃখে ভরা জীবন,
নতুন করে যুক্ত করেছে আমার তীরে গড়ে ওঠা শিল্প বর্জ্যের দূষণ।
ফলে আমার পানির রং দুর্গন্ধযুক্ত কালো 
দূষিত পানি দিয়ে সেচ, পশুপাখি খেয়ে রোগে আক্রান্ত,
মাছ সহ শুন্য জলজ প্রাণী সকল।
পরিবেশ করেছে ভারী, থাকবে না কেহই ভাল,
আমায় দেখার যেন কেউ নেই, নিজেকে নিয়ে নিজেই ভাবি।
শিল্প বর্জ্যের দূষণ সহ আমার সকল সমস্যার সমাধান,
সকল মহলের কাছে এটাই আমার প্রাণের দাবি।

কবি: মহিউদ্দিন আহমেদ রিপন, পরিবেশ কর্মী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লাখাই সাহিত্য পরিষদ, লাখাই হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]